মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিবেদকঃ
নওগাঁর ধামইরহাটে আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। জানা গেছে, গত ১০ অক্টোবর বুধবার সন্ধ্যায় ধামইরহাট উপজেলার ৭নং ইসবপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ইসবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ওই ইউনিয়ন পরিষদের সভাপতি আবু ওয়াদুদ সামার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার,ধামইরহাট উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন,পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আব্দুল গোফফার,অধ্যক্ষ শহীদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ব্যবসায়ী নিশিকান্ত মন্ডল প্রমুখ। পরে ইসবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে ইউপি চেয়ারম্যান আবু ওয়াদুদ সামা ৯৬ ভোট এবং মাহফুজার রহমান লাকী ৯৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। মোট ১৫০ জন কাউন্সিলরের মধ্যে ১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ