মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিবেদকঃ
নওগাঁর পোরশায় মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীর প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল প্রদান করছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদাল এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বাঁশবাড়িপাড়া গ্রামের ইসাহাকের পুত্র নজরম্নল ইসলাম (২৮), ইটাপুকুর গ্রামের ভোলা সরকারের পুত্র ধলু মিয়া (৩০), নুরম্নল ইসলামের পুত্র নাহিদ,হোসেন (২০) ও খাতখোড়া গ্রামের কাইয়ুমের পুত্র আমির হামজা (১৯)।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহষ্পতিবার গভীর রাতে পোরশা থানা পুলিশ অভিযুক্তদের মাদক সেবন অবস্থায় উপজেলার পোরশা ইটাপুকুর আম বাগান থেকে আটক করে।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ