রূপসীবাংলা ডেস্ক :
যুক্তরাজ্যের এডেনবার্গে নিলামে ৫৪ বছরের পুরনো এক বোতল হুইস্কি প্রায় দুই কোটি টাকায় (২ লাখ ৪০ হাজার ২৫৫ ডলার) বিক্রি হয়েছে।
নিলামকারী প্রতিষ্ঠানের ধারণার চেয়েও ৬০ লাখ টাকা বেশি ওঠায় বেশ খুশি তারা। বোনহ্যাম নামের ওই প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন, অবশ্যই এই হুইস্কি এখন দুর্লভ। আর সে কারণেই আমাদের আশার চেয়েও অনেক বেশি দাম উঠেছে।
বাউমোর কোম্পানির বিশেষ এই এক বোতল স্কচ হুইস্কি বাজারজাত করা হয়েছিল ১৯৫৭ সালে। একই কোম্পানির আরেক বোতল হুইস্কি আগামী ২৮ অক্টোবর নিউইয়র্কে নিলামে তুলতে যাচ্ছে বোনহ্যাম। নিলামের অর্থ ভাগ করে দেওয়া হবে স্কটিশ দাতব্য সংস্থা আলঝেইমার স্কটল্যান্ড, বেটসন নামের একটি ক্যানসার সেন্টার, শিশু হাসপাতাল সিএইচএএস, ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান মেরি কিউরকে।
সুত্র: অনলাইন