ইলিয়াস আলীকে সরকার ও তার গোয়েন্দা সংস্থার লোকজন গুম করেছে : মির্জা ফখরুল

0
250
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা বেলজিয়াম :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইলিয়াস আলীকে সরকার ও তার গোয়েন্দা সংস্থার লোকজন গুম করেছে। তাকে সুস্থ আবস্থায় ফিরিয়ে দিতে হবে অন্যতায় ইলিয়াস আলীর কিছু হলে সরকারকে তার শাস্তি পেতে হবে। গত ৯ অক্টোবর বেলজিয়ামে ‘ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্নর্নিবাচন’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন তত্তাবধায়ক সরকার ছাড়া দেশে কোনর্নিবাচন হতে দেওয়া হবে না। আগামীর্নিবাচন হলে তা তত্তাবধায়ক সরকারের অধীনেই হবে। কোন দলীয় সরকারের অধীনের্নিবাচন দেশের মানুষ মেনে নিবে না। ফখরুল ইসলাম বলেন, এখন দেশের মানুষের জানমানের নিরাপত্তা নেই। আওয়ামীলীগ সরকার আন্তর্জাতিকভাবে দুর্নীতিগ্রস্থ সরকারের স্বকৃতি পেয়েছে, পদাসেতু দুর্নীতি, হলমার্ক দুর্নীতি, রেলমন্ত্রির দুর্নীতিতে তাই প্রমানিত হয়েছে। বেলজিয়াম বিএনপির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- সাইদুর রহমান লিটন, মাহিদুর রহমান, আব্দুল মালেক, ফরিদ মিয়া, খছরুজ্জামান, খোকন, নাসির উদ্দিন, ইব্রাহিম, খলিল, মনোয়ার হোসেন মুন্না, জাহাঙ্গীর, তছু মিয়া, আমির আলী, সাজাঁ মিয়া, ইকবাল হোসেন, রুহুল আমিন সেলিম, আশরাফুল, আলম হোসেন, ফিরোজ আহমদ, ফয়ছল আহমদ, সাইদুর রহমান, কয়েছ আহমদ, জামাল মিয়া প্রমুখ।
নিউজরুম

শেয়ার করুন