মা

0
224
Print Friendly, PDF & Email

–মোঃ রাকিবুল ইসলাম রিপন
আধার মনের সূর্য তুমি
তুমি মনের পাখি,
হারিয়ে যাবে বলে তাইতো
চোখে চোখে রাখি।
দুই নয়নের মনি তুমি
তুমি দেহে প্রাণ,
সারা জীবন যত্নে রাখবো
করবো না অসম্মান।
রাতের আকাশে তারা তুমি
তুমি মেঘে বৃষ্টি,
তুমি ছাড়া মা কেমনে হতাম
দুনিয়াতে আমি সৃষ্টি।
তুমি বিনা বাঁচার আশা
করি না কো আমি,
তুমি আমার ভালোবাসা
সবচাইতে দামি।
তুমি ছাড়া বড্ড একা
হয়ে যাবো মা,
দোহাই লাগে মাগো
আমায় ছেড়ে যেওনা।

শেয়ার করুন