ডেসটিনির ৩ শীর্ষ কর্মকর্তা কারাগারে

0
207
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা, ঢাকা, ১১ অক্টোবর :
ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনা প্রধান লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে তারা ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে পৃথকভাবে আত্মসমর্পণ করেন। পরে ঢাকা মহানগর দায়রা জজ জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। জামিন আবেদনের ওপর শুনানি করেন ঢাকা বারের সিনিয়র অ্যাডভোকেট এহসানুল হক সমাজি, আবু সাঈদ সাগর প্রমুখ আইনজীবী। এর আগে গত ২৭ সেপেম্বর ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনসহ ডেসটিনির শীর্ষ ২১ কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট আদালতের দেওয়া জামিন বাতিল করেছিলেন একই আদালত। উলেস্নখ্য, দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে ৩১ জুলাই দুটি মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ডেসটিনি ২০০০ লিমিটেড কর্তৃপক্ষ ডেসটিনি ট্রি পস্ন্যানটেশন ও ডেসটিনি মালিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাধ্যমে প্রায় ৪ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তুু বর্তমানে তাদের পৃথক দুটি অ্যাকাউন্টে ৫৬ লাখ ও ৪ কোটি ৮৭ লাখ টাকা আছে। বাকি তিন হাজার ২৮৫ কোটি টাকা তারা মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাৎ করেছেন।
নিউজরুম

শেয়ার করুন