আ’লীগ প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না : প্রধানমন্ত্রী

0
185
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা, ১১ অক্টোবর :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশবাস করে না। ২০০১ সালের পর বিএনপি জামায়াত জোট সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দিতে গেলে তাদের অসিত্মত্ব থাকতো না। তারা ক্ষমতায় থাকতে অত্যাচার, নির্যাতন ও লুটপাটে ব্যসত্ম ছিল। তাই দেশের উন্নয়ন করতে পারে নি তারা। বৃহস্পতিবার রাজবাড়ি জেলা আ’লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময় সভার উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মিডিয়া ও টক শো’র সমালোচনা করে বলেন, মিডিয়ার মালিকরা অনেক টাকার মালিক। তাদের অনেক চাহিদা, আমরা সব সময় পূরণ করতে পারি না। তখন তারা আমাদের ওপর বেজাড় হোন। রাগ করে অনেক কথা লেখেন। মধ্যরাতে টক শো প্রসঙ্গে তিনি বলেন, মধ্য রাতে টক শো’র নামে কী হয় ?। আগে মধ্যরাতে যারা জাগতো তারা সিধ কাটার জন্যই জাগতো।
এখন যারা মধ্যরাতে জাগে তারা আমাদের গলা কাটতে চায়। টক শো-তে নানা কতা বলে তারা জাতিকে বিভ্রামত্ম করছেন বলে মমত্মব্য করেন তিনি।
নিউজরুম

শেয়ার করুন