রূপসীবাংলা ঢাকা, ১১ অক্টোবর :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের জন্য পরবর্তী শুনানির দিন ২৪ জানুয়ারি ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যান। আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন আগামী ২৪ জানুয়ারি পর্যমত্ম সময় মঞ্জুর করেন। শুনানি শেষে ১টা ৩৫ মিনিটে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণ ছেড়ে যান। এদিন খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ।
শুনানিতে মওদুদ বলেন,‘‘মামলাটির প্রসিডিং (কার্যক্রম) চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হয়েছে।’’ এ আবেদনের ওপর আগামী বছরের ১৩ জানুয়ারি শুনানি হওয়ার কথা রয়েছে। সুতরাং আপিল বিভাগে মামলার শুনানি না হওয়া পর্যমত্ম জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার শুনানি স্থগিত রাখার আবেদন করেন মওদুদ আহমেদ। অপর দিকে এ মামলার অভিযোগ গঠন বিষয়ে পরবর্তী শুনানির বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল। এর আগে বেশ কয়েকবার শুনানির দিন ধার্য করলেও খালেদা জিয়া হাজির না হওয়ায় তা হয়নি।
এরই প্রেক্ষিতে গত মাসে বিচারক মো. মোজাম্মেল হোসেন আসামিপক্ষের বিরুদ্ধে বিচার কার্যক্রম বিলম্বিত করার অভিযোগ করেন। এরপর আসামিপক্ষের আইনজীবীরা খালেদা জিয়াকে নির্ধারিত তারিখে আদালতে হাজির করার লিখিত প্রতিশ্রুতি দিলে শুনানির জন্য ১১ অক্টোবর দিন রাখেন বিচারক। সর্বশেষ চলতি বছরে ২ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে তিনি পুরান ঢাকার কোর্টে উপস্থিত হয়েছিলেন। মামলাটির চার্জশিট দাখিল হওয়ার পর ২১টি ধার্য তারিখের মধ্যে এর আগে তিনি দুইবার আদালতে হাজিরা দেন। কিন্তুু ১৩ সেপেম্বর খালেদা জিয়াকে আদালতে হাজির করতে আইনজীবী অ্যাডভোকেট সানাউলস্নাহ মিয়া আদালতে মুচলেকা দেন। আইনজীবীর মুচলেকা অনুযায়ী ওই দিন ঢাকার তৃতীয় বিশেষ মো. মোজাম্মেল হোসেইন খালেদা জিয়ার উপস্থিতিতে ১১ অক্টোবর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছিলেন।
নিউজরুম