নওগাঁয় পালিত হলো বিশ্ব দৃষ্টি দিবস

0
239
Print Friendly, PDF & Email

মোফাজ্জল হোসেন, নওগাঁ, প্রতিবেদক :
শিশুর দৃষ্টি জাতীয় ভবিষ্যত দৃষ্টি সেবা শিশুর জন্মগত অধিকার, আপনার শিশুর চোখের যত্ন নিন। এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার অরবিস ইন্টান্যাশনাল এর সহযোগিতায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল, নওগাঁ এর আয়োজন করে। সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতলে গিয়ে শেষ হয়। র‌্যালীটির নেতৃত্ব ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসনের ডিডিএলজি (উপসচিব) নজরম্নল ইসলাম। পরে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ নজরম্নল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে হাসপাতালের শাখা ব্যবস্থাপক সাখাওয়াৎ হোসেন, বে-সরকারী সংস্থা ঘাসফুল এর উপ-পরিচালক সামসুল হক, রোগী ইসহাক আলী ও শাহ সুলতান প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন