–রাজু আহমেদ
ব্যাঙ চলেছে শশুর বাড়ি
মাথায় দিয়ে ছাতি,
পথে যেতে দেখতে পেল
মসত্ম সে এক হাতি।
হাতির দেখা পেয়ে ব্যাঙে
হলো ভীষণ খুশি,
শশুর বাড়ি যাবার পথে
দেখা দিলো পুশি।
ব্যাঙটা বলে ও হাতি ভাই
চলো আমার সাথে,
শশুর বাড়ি বহুদুরে
নেই যে সময় হাতে।
হাতির পিঠে বসে ব্যাঙে
চলছে শ্বশুর বাড়ি,
পুশি আসছে পায়ে হেঁটে
নেই কোন তার গাড়ি।
কোথায় ব্যাঙের শ্বশুর বাড়ি
কোথায় বাড়ির গেট,
দুপুর গড়িয়ে বিকেল হলো
ক্ষুধায় জ্বলে পেট।
শশুর বাড়ি পেল ব্যাঙ
এলো দেবর ননদে,
চারিদিকে ঢোলক বাজে
খুশি আর আনন্দে।