নন্দীগ্রামে হিন্দুবৌদ্ধ খ্রিষ্টানের পক্ষ থেকে ইউএনওকে ফুলের শুভেচ্ছা

0
312
Print Friendly, PDF & Email

নজরুল ইসলাম,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে হিন্দুবৌদ্ধ খ্রিষ্টানের ঐক্য পরিষদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আসিব আহসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। গতকাল মঙ্গলবার ইউএনও’র কার্যালয়ে এফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রিষ্টানের ঐক্য পরিষদের আহবায়ক তীর্থ সলিল রুদ্র, যুগ্ন-আহবায়ক মহাদেব চন্দ্র রায়, সদস্য জিতেন্দ্র নাথ গৌর, মহাদেব চন্দ্র সরকার, বিধান চন্দ্র, বিষ্ণু চন্দ্র, নিরেঞ্জন চন্দ্র, ময়র চন্দ্র. রমেন চন্দ্র রায়, কর্ন চন্দ্র প্রমূখ।
প্রতিবেদক নজরুল ইসলাম,সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন