মোফাজ্জল হোসেন, নওগাঁ প্রতিবেদক :
নওগাঁর মান্দায় অতিদারিদ্র হ্রাসে সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার মান্দা উপজেলা হল রম্নমে অনুষ্টিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী অফিসার কাওসার জাহান সভাপতিত্নে কর্মশালায় অন্যন্যোর মধ্য অংশ গ্রহন করেন , ব্র্যাক অ্যাডভোকেসির ফর সোশ্যাল চেইঞ্জ‘র ম্যানেজার মোঃ মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিষনুপদ সরকার কার্তিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পানা কর্মকর্তা ডা: মোজাহার হোসেন, প্রমুখ।
প্রতিবেদক মোফাজ্জল হোসেন সম্পাদনা আলীরাজ/ আরিফ