রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৭, আটক ৫

0
222
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা রাজশাহী, ১০অক্টোবর :
রাজশাহী বিশববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে পুলিশের লাঠিচার্জে ৭ নেতাকর্মী আহত হয়েছে। এসময় পুলিশ ৫ জনকে আটক করে। বুধবার সাড়ে ১২টার দিকে বিশববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ময়মনসিংহ কৃষি বিশববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোটর মিছিলে হামলার প্রতিবাদে রাজশাহী বিশববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি প্রশাসন ভবনের সামনে গেলে পুলিশ বাধা দেয়। কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ছাত্রজোটের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময়ে পুলিশের লাঠিচার্জে ৭ জন আহত হয়। এসময় পুলিশ ৫ নেতাকর্মীকে আটক করে। এরা হলো বিশববিদ্যালয় সমাজতামিত্মক ছাত্রফেডারেশনের আহবায়ক সোহরাব হোসেন, সমাজতামিত্ম্রক ছাত্রফন্ট্রের সাধারণ সম্পাদক উষা মোসাদ্দেক, বাসদ জেলা কমিটির সদস্য সচিব দেবাষিশ, ছাত্রফন্ট্রের কর্মী আলমগীর হোসেন ও সাদিক হোসেন।
নিউজরুম

শেয়ার করুন