দুনিয়ার যে কোনো তদন্তে আমি প্রস্ত্তুত : সুরঞ্জিত সেন গুপ্ত

0
191
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা, ১০ অক্টোবর :
দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত তার এপিএস’র ড্রাইভার আজম খানের সামপ্রতিক টেলিভিশন সাক্ষাৎকারের জবাবে বলেছেন, ‘আমি এ সংক্রান্ত কোনো তদন্তে ভীত নই। দুনিয়ার যে কোনো তদন্ত হোক, আমি প্রস্ত্তুত। তবে এ নিশ্চয়তা দিতে হবে, সে তদন্তের পর আর কোনো তদন্ত হবে না।’ বুধবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে সুরঞ্জিত সেনগুপ্ত এ কথা বলেন। সুরঞ্জিত রেল কেলেঙ্কারির ঘটনায় আবারো নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এছাড়া যে সব গণমাধ্যম তার এবং তার পরিবারের মানহানি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তিনি।
নিউজরুম

শেয়ার করুন