হিলিতে ট্রাকের ভিতর থেকে দু‘টি লাশ উদ্ধার

0
246
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা হিলি, ১০ অক্টোবর:
হিলির ছাতনী চার মাথায় রাসত্মার উপর দাড়িয়ে থাকা ট্রাকের ক্যাবিন থেকে দটি লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা ওই ট্রাকের ড্রইভার এবং হেলপার ছিল। লাশ দুটি হলো ঠাকুরগা জেলার হরিহরপুর গ্রামের মৃত্য মফিজ উদ্দিনের ছেলে বজলার রহমান (৫০) এবং হেলপার একই থানার মনির হাটের মৃত্য আবুল হোসেনের ছেলে গোলাম মোসত্মফা (৪৭)। মঙ্গলবার ৮টায় ট্রাকটি থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে থাকলে এলাকাবাসী ট্রাকের ভিতরে লাশ দেখতে পেয়ে হাকিমপুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ট্রাকের মধ্য থেকে ড্রাইভারের বসার সিটের পিছনের ক্যাবিন এবং পা দানীর নিচে থেকে দুইটি লাশ উদ্ধার করে ট্রাকসহ থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানায় হিলি ঘোড়াঘাট সড়কের ছাতনী নামক স্থানে গত দু’দিন থেকে (নূর এন্টার প্রাইজ ঢাকা মেট্র-ট-১৪-৭৪৭১) ট্রাকটি দাড়িয়ে ছিল। এদিকে ঠাকুরগা নূর এন্টার প্রাইজ এর মালিক শাহিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ট্রাকটি গত দু’দিন আগে ঢাকা থেকে পন্যনিয়ে রওনা হওয়ার পর থেকেই নিখোজ হয়। পরে ট্রাকটি কোন খোজ না পাওয়ায় ঠাকুরগা থানায় একটি জিডি করা হয়েছে (জিডি নং-৪১৯ তাং-০৮/১০/২০১২) । এ বিষয়ে ওই দিন রাতেই দিনাজপুর পুলিশ সুপার ময়নুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন