রূপসীবাংলা বিনোদন ডেস্ক :
ছোট পর্দায় তানিয়া হোসাইন ও নিশো জুটির অভিনয়ের সমীকরণটা বেশ ভালোই গ্রহণ করেছেন দর্শকরা। যে কারণে বর্তমান সময়ের বেশ কয়েকজন নির্মাতা তানিয়া-নিশো জুটিকে নিয়ে তাদের নাটকে কাজ করছেন। গাজী রাকায়েত পরিচালিত ধারাবাহিক নাটক ঘর ছাড়াতে প্রথম দু‘জন একসাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন ২০০৬ সালে। এরপর আরও বেশ কয়েকটি ধারাবাহিক নাটক ও খন্ড নাটকে অভিনয় করে দর্শক সমাদৃত হয়েছে এ জুটি।
সর্বশেষ গত সপ্তাহে এনটিভিতে সোহেল রানা পরিচালিত পুতুল বৃত্তামত্ম নাটকে তাদের দু’জনের অভিনয় দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। এই নাটকে তাদের দু‘জনের অনবদ্য অভিনয় দেখে বিশিষ্ট নাট্যনির্মাতা ও চিত্রপরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল তার ঈদের নাটক ইটস কমপিস্নকেটেড-এ জুটিবদ্ধ করেন। ইকবাল হোসাইন চৈৗধুরী রচিত নাটকটি গত ৮ ও ৯ অক্টোবর নাটকটির শুটিং হয়েছে ঢাকার ধানমন্ডি এলাকায়। নাটকে তানিয়া সুরঞ্জনা এবং নিশো অভিনয় করেছেন আজহার চরিত্রে। গল্পে দেখা যাবে, আজহার কখনো কখনো সুরঞ্জনাকে কল্পনায় দেখে আবার বাসত্মবেও দেখে। সুরঞ্জনাকে ঘিরে একধরনের রহস্যময়তার মধ্যদিয়েই কাটে আজহারের সময়।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া হোসাইন বলেন,নিশোর সাথে মিডিয়ায় আসার আগে থেকেই আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
নিউজরুম