রূপসীবাংলা বিনোদন ডেস্ক :
ভালোবেসেই বিয়েবন্ধনে আবদ্ধ হতে চেয়েছিলেন সারিকা ও নিরব। এ বিয়ের খবর মিডিয়ার সুবাদে জানতো সবাই। কিন্তুু সেই জানা বিষয় থেকেই সরে এসেছেন সারিকা। আজকের আলাপচারিতা সারিকার সঙ্গে যেখানে সারাদেশ জানত, আপনি আর নিরব বিয়েবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন, সেখান থেকে আপনারা দূরে সরে এসেছেন, হঠাৎ কেন এমন সিদ্ধামত্ম ? আসলে সিদ্ধামত্মটা কিন্তুু হঠাৎ করেই নেয়া। আমি বেশ কয়েক দিন যাবৎ নিরবকে পর্যবেক্ষণ করছিলাম। শেষ পর্যমত্ম দেখলাম ওর সঙ্গে সম্পর্ক রাখা আমার জন্য খুব কঠিন। নিরবের সঙ্গে বিয়ের তো প্রশ্নই আসে না। আসলে আলস্নাহ যা করেন, ভালোর জন্যই করেন। যা হয়েছে, তা সত্যিই খুব ভালো হয়েছে।
সবকিছুই আমি এখন ভুলে গেছি। জীবনের এ অধ্যায়টার কথা আমি মনে করতে চাই না। আমি ভালো থাকতে চাই। কাজের মধ্যে ডুবে থাকতে চাই।এখন নিশ্চয়ই ঈদের কাজ নিয়ে ব্যসত্ম ? ঈদের কাজ নিয়েই ব্যসত্ম। গত কয়েক দিন আগে শেষ করলাম অপূর্ব পরিচালিত প্রথম নাটকের কাজ। নাটকের নাম ‘ব্যাকডেটেড’। এ নাটকে আমি আর অপূর্ব স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি।
নিউজরুম