এককাতারে ফ্যালকাও-মেসি-রোনালদো

0
219
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ক্রীড়া ডেস্ক :
গত মৈসুমেও অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার রামাদেল ফ্যালকাওকে কেউ হয়তো তেমন একটা চিনতো না। তাকে নিয়ে সংবাদ মাধ্যমগুলোরও অতটা দৌড়-ঝাঁপ ছিল না। কিন্তুু হঠাৎ করেই মিডিয়ার হট কেক হয়ে উঠেছেন কলম্বিয়ান স্ট্রাইকার ফ্যালকাও। সাধারণ খেলোয়াড়দের কাতার ছেড়ে উঠে এসেছেন মেসি-রোনালদোর মতো গ্রেট খেলোয়াড়দের কাতারে। লা লিগায় এখন মেসি-রোনালদোর গোল সংখ্যা আর ফ্যালকাওর গোল সংখ্যা সমান (৮ গোল)। অবিশবাস্য ঠেকলেও সত্য ফ্যালকাও পিচিচি অ্যাওয়ার্ডের জন্য লড়াইয়েও শামিল হয়েছেন বার্সোলোনা এবং রিয়াল মাদ্রিদের দ্বৈরথের সঙ্গে! চলতি মৌসুমের শুরুতে অথলেটিক বিলবাওয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে জেতান ফ্যালকাও। এর কিছুদিনের মাথায় উয়েফা ইউরোপা লিগের ফাইনালে চেলসির মতো শক্তিশালী দলকে ৪-১ গোলে ধরাশায়ী করে শিরোপা ঘরে তোলে অ্যাটলেটিকো মাদ্রিদ। এখানেও নায়ক সেই ফ্যালকাও। তার হ্যাটট্রিকের ওপর ভর করেই ৪-১ গোলে চেলসিকে হারায় স্প্যানিশ ক্লাবটি। এরপর প্রায় প্রতিটি ম্যাচেই গোলের ধারায় আছেন সাবেক এই পোর্ত তারকা। রোববার মালাগার বিপক্ষে ম্যাচের ৬ মিনিটে গোল করে দলকে জিতিয়েছেন ২-১ গোলে। মালাগার বিপক্ষের গোলটি তাকে স্থান দেয় রোনালদো-মেসির পাশে। মাত্র ২ গোলের ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলে বার্সেলোনার ঘাড়ে নিঃশবাস ফেলার সুযোগ দেয় তার দল অ্যাটলেটিকো মাদ্রিদকে। শেষ পর্যমত্ম পিচিচি অ্যাওয়ার্ডের দৌড়ে টিকে থাকবেন কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও বর্তমানে রোনালদো এবং মেসির সঙ্গে পাল্টা দিয়ে যে গোলস্কোর করতে পারছেন এটাকে খুব উপভোগ করছেন ফ্যালকাও। এ বিষয়ে তিনি বলেন, ‘সবকিছু এখন খুব কাছে মনে হচ্ছে।
নিউজরুম

শেয়ার করুন