মোস্তফা কামাল আইসিসির সহ-সভাপতি মনোনীত

0
213
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ক্রীড়া ডেস্ক :
সব জলনা-কলনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত আইসিসির সহসভপতি মনোনীত হয়েছেন বিসিবির সভাপতি আ হ ম মোসত্মফা কামাল। শ্রীলঙ্কায় আইসিসির সভায় এ সিদ্ধামত্ম নেয়া হয়। দু’বছরের জন্য ২০১৪ সাল পর্যমত্ম তিনি এ দায়িত্ব পালন করবেন।
এ সময় আইসিসির সভাপতির দায়িত্ব পালন করবেন বর্তমান সভাপতি নিউজিল্যান্ডের অ্যালেন আইজ্যাকের সঙ্গে। মেয়াদ শেষে মোস্তফা কামাল এক বছরের জন্য আইসিসির সভাপতিরও দায়িত্ব পালন করবেন। এ সবই হবে রোটেশন পদ্ধতিতে। সহসভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাওয়া মোস্তফা কামালকে বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে কবে তিনি পদত্যাগ করবেন বা কবে থেকে সহসভাপতির দায়িত্ব গ্রহণ করবেন আইসিসির প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়নি। মোস্তফা কামাল আইসিসির সহ-সভাপতির দায়িত্ব গ্রহণের কথা ছিল আরো আগেই। কিন্তু আইসিসির সংশোধিত গঠনতমেত্মর কারণে বিলম্ব হয়। গঠনতমত্ম্র পরিবর্তন হওয়াতে মোস্তফা কামাল হবেন আইসিসির শেষ সহসভাপতি। ২০১৪ সালের জুলাই মাস থেকে এ পদ আর থাকবে না। তিনি যখন সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন তখন নতুন গঠনতমত্ম অনুযায়ী এক বছরের জন্য হবে। শুধু তাই নয়, নতুন গঠনতমত্ম অনুযায়ী সভাপতির ক্ষমতাও অনেক কমে আসবে। অনেকটা অলংকারিক পদ হবে। তখন ক্ষমতা থাকবে নতুন পদ সৃষ্টি হওয়া বেতনভুক্ত চেয়ারম্যানের কাছে। তিনি দু’বছরের জন্য নিযোগপ্রাপ্ত হবেন। সহসভাপতি মনোনীত হওয়ার পর মোস্তফা কামাল এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি বাংলাদেশ ও ১৬ কোটি মানুষের জন্য খুবই স্মরণীয় মুহূর্ত।
নিউজরুম

শেয়ার করুন