মোফাজ্জল হোসেন, নওগাঁ ০৯ অক্টোবর :
কক্সবাজারের রামুর বৌদ্ধ পল্লীতে হামলা চালিয়ে বাড়ি ঘর ও মন্দির ভাংচুরের ঘটনার প্রতিবাদে নওগাঁয় মোমবাতি ও মশাল জ্বালিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেছে একুশে উদযাপন পরিষদ। সোমবার সন্ধ্যায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে এই ব্যতিক্রম প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়।
সন্ধ্যায় জেলা সদরের সকল সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ, সাহিত্যকর্মী, সাংবাদিকরা হাতে মোমবাতি ও মশাল জ্বালিয়ে মানববন্ধন কর্মসুচীতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে অবিলম্বে রামুর ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টামত্মমুলক শাসিত্মর দাবী জানিয়ে বক্তব্য রাখেন প্রফেসর শরীফুল ইসলাম খান, অধ্যক্ষ মোর্তূজা রেজা, কবি আতাউল হক সিদ্দিকী, ম আ ব সিদ্দিক বাদাম, একুশে উদযাপন পরিষদের আহবায়ক এড. ডি এম আব্দুল বারী, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, আবৃত্তি পরিষদের সাবেক সাধারন সম্পাদক শামীম প্রমুখ।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ