গোলাম আযমের ১২ সাফাই সাক্ষীর তালিকা ট্রাইব্যুনালে দেয়ার আদেশ

0
251
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা, ০৯ অক্টোবর:
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সাবেক আমীর গোলাম আযমের ১২ সাফাই সাক্ষীর নামের তালিকা ১৪ অক্টোবরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দিয়েছে আমত্মর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার সকালে আদালত এ আদেশ দেয়। এর আগে ৪ অক্টোবর গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চতুর্দশ সাক্ষী বিশিষ্ট সুরকার আহমদ ইমতিয়াজ বুলবুল সাক্ষ্য দেন। উলেস্নখ্য, মানবতাবিরোধী অপরাধের ৬২টি অভিযোগে গত ১১ জানুয়ারি গোলাম আযমকে আটক করা হয়। ওই দিন ট্রাইব্যুনাল তাকে জামিন না দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কারাগারে পাঠানোর পর চিকি[ৎসার জন্য গোলাম আযমকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশববিদ্যালয়ের প্রিজন সেলে নেয়া হয়। তখন থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গত ৯ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। ঐ অভিযোগপত্রে গোলাম আযমের বিরুদ্ধে ৬২টি অভিযোগ আনা হয়। এর মধ্যে ৬১টি ট্রাইব্যুনাল গ্রহণ করে।
নিউজরুম

শেয়ার করুন