লালাখাল সীমান্তে চার বাংলাদেশীকে ফেরত দেয়নি বিএসএফ

0
242
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা সিলেট,০৯ অক্টোবর :
সিলেটের লালাখাল সীমান্ত এলাকা থেকে ৪ বাংলাদেশীকে ধরে নেওয়ার ৩দিনেও ফেরত দেয়নি ভারত। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র সঙ্গে বিজিবি’র আলোচনা ব্যর্থ হয়েছে। আটকৃতদের ভারতীয় কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের ১২০৪ নং মেইন পিলার সংলগ্ন সীঙ্গারীরপার এলাকায় রোববার বিকেলে ৪ বাংলাদেশী ক্ষেতের জমিতে কাজ করতে যান। এসময় সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট উজানীনগর গ্রামের আব্দুল মজিদের ছেলে পাখীধন (৩৫), জাঙ্গালঘাট গামের মইনুদ্দিনের ছেলে সুনা মিয়া (৪২), গোয়াবাড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে মইনুদ্দিন(৩৮) ও কানাইঘাট উপজেলার আলিম উদ্দিন(৩৫)কে বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের ধরে নেয় ভারতের মেঘালয়া ফরেস্ট পুলিশ।
তাদেরকে ছাড়িয়ে আনতে স্বজনরা লালাখাল ক্যাম্প বিজিবির সঙ্গে যোগাযোগ করে কোন ফল পান নি। লালখাল বিজিবির ক্যাম্প কামান্ডার সুবেদার আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের ছাড়িয়ে আনতে সোমবার বিকেলে ত্রিসএফ’ সঙ্গে যোগাযোগ করা হলে বিএসএফ তাদের জানায়, আটককৃতরা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করায় ভারতীয় ফরেষ্ট পুলিশ তাদের আটক করে ।
নিউজরুম

শেয়ার করুন