গাজীপুর সিটি কর্পোরেশনের দাবিতে মহাসড়ক অবরোধ

0
259
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা গাজীপুর,৯ অক্টোবর :
গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকায় অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পৌর নাগরিকরা। সকালে গাজীপুর সিটি বাসত্মবায়ন কমিটির উদ্যেগে গাজীপুর সিটি কর্পোরেশনের দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়। এসময় ওই মহাসড়কের পার্শ্বে প্রায় ১ ঘন্টা মানববন্ধন পালন করা হয়। পরে মানববন্ধন শেষে সকাল ১১ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে আধাঘন্টা অবরোধ সৃষ্টি করে আন্দোলনকারীরা। এসময় মহাসড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধ শেষে গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে গাজীপুর সিটি কর্পোরেশন বাস্তবায়নের দাবি জানানো হয়।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ

শেয়ার করুন