রূপসীবাংলা ডেস্ক, দিনাজপুর:
দিনাজপুর জেলায় ২১টি হাজা-মজা পরিত্যক্ত পুকুর খনন করে মাছ চাষের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এ জন্য মৎস্য অধিদপ্তর মৎস্যজীবীদের মাঝে ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৫০৮ টাকা সহায়তা দিয়েছে। দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা হাসান ফেরদ্দৗস জানান, ২০১১-১২ অর্থ বছরে জেলার ৮টি উপজেলার ২১টি হাজা-মজা পরিত্যক্ত পুকুর খননের জন্য প্রকল্প গ্রহণ করা হয়। অর্থনৈতিক ভাবে পশ্চাৎপদ এলাকার জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকলের আওতায় এই কর্মসূচী নেয়া হয়। এজন্য ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ৫০৮ টাকা বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দকৃত অর্থে গৃহীত প্রকলের ২১টি পুকুরে মৎস্য চাষের উপযোগী করতে পুকুরের তলভাগে ২৫ হেক্টর ভূমি খনন করা হয়। পুকুরগুলো খননের ফলে বছরে হেক্টর প্রতি সাড়ে ৫ মেট্রিক টন করে মাছ উৎপাদন বেশি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রকলের কাজ গত ৩০ সেপেম্বর শেষ হওয়ার পর মৎস্যজীবিদের নিকট হমত্মামত্মর করা হয়েছে। মৎস্যজীবি সমিতি ভুক্ত ২২০ জন নারী-পুরুষ সফলতা পাবে এবং তাদের জীবিকা নিশ্চিত হবে। খননকৃত পুকুরের মধ্যে দিনাজপুরে সদর উপজেলায় ১টি, বিরলে ৪টি, বোচাগঞ্জে ৬টি, খানসামায় ২টি, ফুলবাড়ীতে ১টি, পার্বতীপুরে ২টি, কাহারোলে ৩টি এবং চিরিরবন্দরে ২টি পুকুর রয়েছে।
নিউজরুম