মেহেরপুর আবারো বোমা বিস্ফোরন

0
354
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা মেহেরপুর, ৯ অক্টোবর :
মেহেরপুর জেলার গাংনী বামন্দীতে আবারো বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বিকট শব্দে বোমা বিস্ফোরন হওয়ায় আতংকিত হয়ে উঠে গোটা এলাকা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বামন্দী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিছ জানান, সোমবার রাত সোয়া ৯টার দিকে গাংনী উপজেলার বামন্দী বাজারের ঔষধ ব্যবসায়ী বেনজিরের বাড়ির সামনে কে কা কাহারা একটি বোমা বোমা বিস্ফোরন ঘটায়। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা বিস্ফোরন স্থানটি দেখা হয়। স্থানীয় কয়েকজন জানান, বামা বিস্ফোরন আগে একটি গুলির শব্দও শোনা গেছে। এর আগে একই এলাকায় আরেকটি বোমা বিস্ফোরন হয়েছিল।
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ

শেয়ার করুন