ঢাকা-আরিচা সড়কের বারবাড়িয়ায় অজ্ঞাত পরিচয় লাস উদ্ধার

0
736
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা মানিকগঞ্জ, ৯ অক্টোবর :
ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া ব্রীজের পশ্চিম পাশের একটি ঝোপ থেকে হাত পা বাধা অবস্থায় মঙ্গলবার সকাল ১০ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়না তদমেত্ম জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এনিয়ে গত এক মাসে ঢাকা-আরিচা সড়কের মানিকগঞ্জ অংশে তিনটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করলো পুলিশ। পুলিশ জানায়, নিহত ওই যুবকের কোন পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৪/২৫। তার পরনে ছিল কলো রংয়ের শার্ট ও জিন প্যান্ট। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুবৃত্তর্রা হত্যা করে ফেলে রেখে গেছে। এব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ

শেয়ার করুন