হাতিয়ার চর পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা : আহত ১০

0
285
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা নোয়াখালী, ০৯অক্টোবর :
নোয়াখালীর হাতিয়ার নঙ্গলিয়ার চরে জনতা বাজার পুলিশ ক্যাম্পে সোমবার রাতে দফায় দফায় হামলা করে স্থানীয় জনতা।
এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শর্টগান থেকে ৩৫ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এতে অমত্মত ১০ জন আহত হয়েছে বলে খরব পাওয়া গেছে।
খবর পেয়ে রাত দশটা পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী ক্যাম্পে হামলা ও শর্টগানের ৩৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের কথা নিশ্চিত করেনছেন। সোমবার সন্ধ্যায় জনতা বাজারের কয়েকজন ব্যবসায়ীকে স্থানীয় পুলিশ ক্যাম্পের এএসআই আনবিক চাকমা ক্যাম্পে ডেকে নেন। এর পর তাঁদের আটক করা হয়েছে মর্মে গুজব ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাত ৮টার দিকে কয়েকশ লোক উত্তেজিত হয়ে ক্যাম্পে হামলা চালায়। খবর পেয়ে পাশববর্তী ভূমিহীন বাজার পুলিশ ক্যাম্প থেকে এএসআই সফিক পুলিশ নিয়ে সেখানে গিয়ে হামলাকারীদের লাঠিচার্জ এবং শর্টগান থেকে ফাঁকা গুলি করলে পরিস্থিতি কিছুটা শামত্ম হয়। হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, আত্মরক্ষার্থে পুলিশ দস্যুবাহিনীকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড পালাগুলি ছুড়লে তারা পালিয়ে যায়।
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ

শেয়ার করুন