জামালপুর যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ

0
518
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা জামালপুর, ৯ অক্টোবর :
জামালপুরের সরিষাবাড়ি যমুনা সার কারখানা ইউরিয়া উৎপাদন সোমবার রাত সাড়ে ১১টা থেকে বন্ধ হয়ে গেছে।
কারখানার এ্যামোনিয়া কনভার্টে এনলেট বালে লিকেজ দেখা দিলে বিকট শব্দ হয়। শব্দ হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেয় ।কারখানা ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন,লিকেজ সেরে উৎপাদনে যেতে ৪দিন সময় লেগে যেতে পারে।
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ /

শেয়ার করুন