রংপুরে শিশু তন্না নৃশংস ভাবে খুন্, আটক ১

0
270
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা নোয়াখালী, ০৯অক্টোবর:
রংপুর নগরীর দেওডোবা পাইকারপাড়া মহলস্নয় ধান ক্ষেত থেকে আশিক বাবু তন্না নামে ১২ বছরের শিশুর ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাকে মাছ মারা লোহার খোচা দিয়ে নৃশংস ভাবে হত্যা করেছে দুবৃত্তরা। এলাকাবাসি জানায় ওই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে তন্না তার বাবা মা মারা যাওয়ায় মামা আফজাল হোসেনের বাড়িতে বড় হয়। নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাছের আড়তে কাজ করতো তন্না। সোমরাব রাতে কয়েকজন যুবক তন্নাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়।
এরপর রাতে আর বাড়িতে ফেরেনি । সোমবার বাড়ির কাছে একটি ধান ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। পুলিশ লাস উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহণ রয়েছে। তবে হত্যার কারন জানা যায়নি। এ ব্যাপারে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন জানান, শিশু তন্না হত্যার মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে এবং সাথে জড়িত থাকার অভিযোগে শফিকুল নামে একজনকে আটক করেছে পুলিশ।
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ

শেয়ার করুন