রূপসীবাংলা ডেস্ক, ০৯অক্টোবর :
টি-টোয়েন্টির বিশ্ব একদাশ ঘোষণা করেছে আমত্মর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টি-২০ বিশবকাপের চতুর্থ আসর সমাপ্তির এক দিন পরই এই ঘোষণা দিয়েছে ক্রিকেটের সর্বোচ সংস্থা। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, পাঁচ সদস্যের আইসিসি প্যানেল নির্বাচত করেছেন টি-টোয়েন্টির বিশব সেরা একাদশ (ক্রিকইনফো)। আর এই বিশব একাদশের অধিনায়কত্বের ভার তুলে দেয়া হয়েছে সদ্য ওয়স্টে ইন্ডজিরে কাছে ফাইনালে হরে। শ্রীলঙ্কার টিটোয়ন্টেতে অধিনায়কত্ব ছড়ে দেয়া মাহেলা জয়ার্বধনরে হাতে। জয়ার্বধনে দলে পেয়েছেনে দুই সর্তীথ লাসথি মালিঙ্গা ও অজন্তা মন্ডেসিকে দলে শ্রীলঙ্কানরাই সংখ্যাগরষ্ঠি। এ ছাড়া চ্যাম্পয়িন ওয়স্টে ইন্ডজি ও সমিফাইনালস্টি অস্ট্রলিয়ার দুজন করে আছনে একাদশ। দলরে বাকি চারজন ভারত, পাকিস্থান, ইংল্যান্ড, নিউজিল্যাণ্ডের।
আইসিসি টি-২০ বিশব একাদশ: ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), সাঈদ আজমল (পাকিস্থান), অজমত্মতা মেন্ডিস (শ্রীলঙ্কা), মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), ভিরাট কোহলি (ভারত), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ও লুক রাইট (ইংল্যান্ড)।
নিউজরুম