-রাকিবুল ইসলাম(রিপন)
পর্দার কথা শুনলে আজ
হাসে আধুনিক নারী
মধ্য যুগের আইন মেনে
কেমনে চলতে পারি ?
আমার সাধের রূপ
যৌবন হবে মূল্যহীন,
হাজার প্রেমিক এক নিমিষে
হবে যে বিলিন।
আইভ্র আর লিপিষ্টি মুখে
রঙ্গের বাহার
ডাস্টবিনে সব ফেলতে হবে উপায়
নাইকো আর।
মৌলভী আর আলেম সমাজ
বড়ই ফতোয়া বাজ
তাদের কথা শুনলে আবার
আসবে ফিরে লাজ,
মর্ডান যুগের নারী তারা লাজ
ফেলেছে ছুড়ে
এর কারণে পথে ঘাটে ইজ্জত
যাচ্ছে চলে।