রূপসীবাংলা নওগাঁ, ৯অক্টোবর:
মঙ্গলবার সকাল থেকে নওগাঁ জেলার সকল আভ্যমত্মরীন রম্নট সমুহে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে নওগাঁ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন। সোমবার রাতে জেলা মটর শ্রমিক ইউনিয়নের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ঘোষনা দেয়া হয়।
গত ৮ জুলাই রেজিঃ রাজ-২৬৫০ একটি ট্রাক শ্রমিক সংগঠনের নামধারী শ্রমিক কর্তৃক কয়েকটি লোড পয়েন্ট ও অফিস ঘর ভাঙচুর, টাকা লুটপাট করার ঘটনায় মামলা দায়ের হলেও কোন আসামীকে গ্রেফতার না করার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দিয়েছে তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, ৪৮ ঘন্টার মধ্যে সংশিস্নষ্ট আসামীদের গ্রেফতার করা না হলে পরবর্তীতে পুরো উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ। এ সময় রাজশাহী বিভাগীয় ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, বিভাগীয় যুগ্ম সম্পাদক হেলালুজ্জামান হেলাল, নওগাঁ জেলা সভাপতি আবদুর রাজ্জাক, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমসহ জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক, মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ / আরিফ