রূপসীবাংলা নওগাঁ ৮অক্টোবর:
কেন্দ্রীয় যুবদলের সভাপতি এ্যাডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এর নিঃশর্ত মুক্তিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরম্নদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শহরের তাজের মোড় শহীদ মিনারের পাদদেশে জেলা বিএনপির এর আয়োজন করে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সহ-সভাপতি এ্যাডঃ রফিকুল আলম, জেলা বিএনপি নেতা এ্যাডঃ অনুরম্নদ্ধ রহমান সুমন, ডাঃ জাহিদুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুস শুকুর, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ. সাংগঠনিক সম্পাদক দেওয়ান ফারম্নক হোসেন, জেলা ছাত্রদলের ভিপি রানা, শফিউল আজম টুটুল, মুক্তা প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি এ্যাডঃ সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ বিরম্নদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির দাবী জানান। নইলে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুসিয়ারি দেন তারা।
প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ