রূপসীবাংলা নওগাঁ ৮অক্টোবর:
নওগাঁয় ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়কে কেন্দ্র করে রোববার বিকেল থেকে ধর্মঘটের ডাক দিয়েছেন বাংলাদেশ পুসত্মক প্রকাশক ও বিক্রেতা সমিতির নওগাঁ জেলা শাখা। সমিতি সুত্রে জানা যায়, রোববার বিকেল ৩ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান লাইব্রেরীগুলো অবৈধ নিষিদ্ধ নোট ও গাইড বই বিক্রয় করছে এমন অভিযোগে বুক ওয়ার্ল্ড ও আনন্দ মেলা লাইব্রেরীকে ১ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করে।
এবিষয়ে বাংলাদেশ পুসত্মক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি শাহজাহান আলী জানান, আমরা সরকার নিষিদ্ধ কোন নোট বা গাইড বই বিক্রয় করি না। তিনি বলেন, আমাদের বিক্রিত বই গুলো অনুশিলন মূলক। যা পড়ে ছাত্র, শিক্ষক এবং অভিভাবকগন সৃজনশীল পদ্ধতি সম্বন্ধে ধারনা পাবে। এবিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদেকুর রহমান বলেন, ২ টি লাইব্রেরী থেকে ১৯ টি বই জব্দ করা হয়েছে। যা বাংলাদেশের নোট বই নিষিদ্ধ করন আইন ১৯৮০ সালের ৩ ও ৪ ধারা, ২০০৯ সালের ৭, ৮ এবং ৯ ধারা ও ১২ (২) ধারা অনুসারে বইগুলো জব্দ করা হয়েছে। সেই সঙ্গে দুই বই বিক্রেতার ১ হাজার এবং ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ব্যবসায়ীরা অবৈধভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনার অভিযোগ এনে সোমবার বিকেল থেকে বাংলাদেশ পুসত্মক প্রকাশক ও বিক্রেতা সমিতি ধর্মঘটের ডাক দেয়।
প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ