রূপসীবাংলা নওগাঁ ৮অক্টোবর:
নওগাঁর সাপাহার উপজেলা সদরে সোমবার বিকালে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করলে ৩ শিবির কর্মীকে আটক করে পুলিশ। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা ছাত্র শিবিরের ডাকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ভুটভুটি যোগে শিবির কর্মীরা আসতে থাকে। পরে শিবির কর্মীরা জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের চেষ্টা করে। এসময় পুলিশ আল আমিন (১৬), আবু সাইদ (২৬) ও বেলাল হোসেন (২৯) কে আটক করে।
প্রতিবেদক মোফাজ্জল হোসেন, সম্পাদনা আলীরাজ/ আরিফ