কুমিল্লায় একুশে টেলিভিশনের ঈদ স্পেশাল

0
243
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা বিনোদন ডেস্ক :
গোপাল ভাঁড় ও মোলস্না নাসিরুদ্দিন হোজ্জার মজার গল্প নিয়ে এবারের ঈদুল আযহার একুশে টেলিভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে মজার কিসসা। হাস্যরসের মধ্য দিয়ে গোপাল ভাঁড় ও মোলস্না নাসিরুদ্দিন হোজ্জার নির্বাচিত গল্প নিয়ে চার পর্বের মজার কিসসা কুমিলস্নাার বিভিন্নস্থানে শ্যুটিং চলছে। আবু হাসনাত মনি ও মানিক শিকদারের পরিচালনায় পার্থ রায়ের ক্যামেরায় টেলিভিশন অভিনয় শিলী ও কুমিলস্নার স্থানীয় শিল্পীদের তৈরী হচ্ছে এই অনুষ্ঠানটি। শ্যুটিং এর সার্বিক সমন্বয়ে রয়েছেন, একুশে টেলিভিশনের কুমিলস্না জেলা প্রতিনিধি হুমায়ুন কবির রনি।
নিউজরুম

শেয়ার করুন