রূপসীবাংলা ডেস্ক:
মুসলমানদের পুণ্যভূমি ও ইসলামের প্রাণকেন্দ্র সৌ দি আরবের মক্কা শহরকে আরো আধুনিক শহর হিসেবে গড়ে তোলার পরিকলনা গ্রহণ করেছে সে দেশের সরকার।
আধুনিকতম মক্কা-জেদ্দা গেট প্রকলের মধ্যে থাকবে একটি বিশববিদ্যালয়, একটি মেডিকেল সিটি এবং একটি প্রশাসনিক জেলা। মক্কার মেয়র ওসামা আল-বার সম্প্রতি এক বৈঠকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই প্রকলের বিসত্মৃতি হবে ৮৩ কিলোমিটারজুড়ে।
আল আবাদ-আল আমিন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বাওয়াবা কোম্পানি এই প্রকল বাসত্মবায়ন করবে। আগামী ১৫ বছরে কয়েকটি পর্যায়ে এই প্রকল বাসত্মবায়ন করা হবে। প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি মেয়র আল-বার বৈঠক করেন মক্কার উম্মুল কুরা বিশববিদ্যালয়ের সভাপতি বাকরি আসাসের সঙ্গে। এ সময় আল-আবাদ আল-আমিন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইজাম কুলতুম এবং ওমরি নয়ন কলসানটেনি ফার্মের চেয়ারম্যান সাইফুদ্দিন উপস্থিত ছিলেন।
নিউজরুম