রূপসীবাংলা ডেস্ক:
উন্নয়নশীল দেশগুলোতে বাল্যবিয়ে বাড়ছে আশঙ্কাজনক হারে। বিশেবর আরো কয়েকটি দেশের মতো বাংলাদেশে বাল্যবিয়ের হার সর্বাধিক। এখানে তিনটির মধ্যে একটি মেয়ে শিশুরই ১৫ বছর বয়সের আগেই বিয়ে হয়ে যায়।
জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এ তথ্য জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, বর্তমানে বাল্যবিয়ে যে হারে বাড়ছে তাতে ২০২০ সাল নাগাদ ১৫ বছরের কম বয়সী পাঁচ কোটি মেয়ে শিশু স্বামীর ঘরে যাবে। আর এধারা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা গিয়ে দাঁড়াবে ১০ কোটিতে। আর এ কারণে মেয়ে শিশুদের উন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
নিউজরুম