রূপসীবাংলা সুনামগঞ্জ, ০৮ অক্টোবর :
সুনামগঞ্জে শালিক পাখি শিকার করার অপরাধে ১জনকে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম জহিরুল ইসলাম শাওন। সে পৌর শহরের পূর্ব সুলতানপুর এলাকার ইউসুফ আলীর ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শাওন ইয়ারগান দিয়ে সকালে শালিক পাখি শিকার করে। এ খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে এ সাজা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন, বাংলাদেশ বন্যপ্রানি সংরক্ষণ অধ্যাদেশ ১৯৭৪ এর ৬ নং অনুচ্ছেদের ১(ক) ধারায় এ সাজা প্রদান করা হয়।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ