গোপালগঞ্জের মুকসুদপুরে তিন মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ড

0
302
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা গোপালগঞ্জ, ০৮ অক্টোবর :
গোপালগঞ্জের মুকসুদপুরে তিন মাদকসেবীকে রোববার সন্ধ্যায় ৬ মাস করে সাজা দিয়েছে্ ভ্রাম্যমান আদালত। বিচারিক আদালতের ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুজ্জামান এ সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তরা হলেন,শাহীন মাতুববর (২৫), আমিনুল ইসলাম (২৬) ও সবুজ ফকির (২৫)। এদের বাড়ী মুকসুদপুর, ভাঙ্গা ও ফরিদপুরের বিভিন্ন গ্রামে। মুকসুদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবুল বাশার জানান, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগনগরের ভাজনদী বাজারে অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে গাঁজাসহ ওই ৩ মাদকসেবীকে আটক করে। পরে সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে ওই ৩ মাদকসেবীকে সোপর্দ করা হলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই ৩ মাদকসেবীকে ৬ মাস করে কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরে সাজা প্রাপ্ত ৩কনকে জেলে পাঠানো হয়।
নিউজ প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ / আরিফ

শেয়ার করুন