ময়মনসিংহের ত্রিশালে একটি নার্সারী গুড়িয়ে দিয়ে দখল করে নিয়েছে সন্ত্রাসীরা

0
322
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ময়মনসিংহ,০৭ অক্টোবর:
চাঁদা না দেয়ায় দুইবার স্বর্ণপদক প্রাপ্ত ময়মনসিংহের ত্রিশালে প্রগতি হটিকালচার নার্সারীটি গুড়িয়ে দিয়ে জমি দখল করে নিয়েছে স্থানীয় সত্রাসীরা। নার্সারী মালিক ফরিদ হোসেন জানান, ২৬ সেপেম্বর স্থানীয সন্ত্রাসী জাকির ও ফারুকের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী ত্রিশালের বইলর প্রগতি হটিকালচার নার্সরীতে গিয়ে চাঁদা দাবী করে।
বিষয়টি থানা পুলিশকে অবগত করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে শনিবার ভোরে বেপরোয়া তান্ডব চালিয়ে ৫হাজার গাছ কেটে ফেলে এবং ব্যাপক ভাংচুর করে নার্সরীটি গুড়িয়ে দেয় নার্সারীর মালিকের দাবী ৩০লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয় ভাংচুর শেষে সন্ত্রসাীরা নার্সারীর দুই প্রহরীকে অস্ত্র্রের মুখে জিম্ম করে ধাড়ির বেড়া দিয়ে সিমানা প্রাচীর নির্মাণ করে ১৪ শতাংশ জমি দখল করে নেয়। এবিষয়ে ত্রিশাল থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) ফিরোজ তালুকদার জানান, এ ব্যাপারে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয় নাই তবে বিষয়টি নিয়ে আমি দু পক্ষের সঙ্গে কথা হয়েছে।
নিউজরুম

শেয়ার করুন