ময়মনসিংহে পানিতে ডুবে দুই সহোদরের মুত্যু

0
350
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ময়মনসিংহ, ০৭ অক্টোবর:
মৎস্য খামারে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুমন(১৯) ও লিপি আক্তার (৩০) নামে দুই সহোদরের মর্মামিত্মক মৃত্যু হয়েছে। রোববার ভোরে ময়মনসিংহের ভালুকার পুরুড়া নারাঙ্গীপাড়া গ্রামে এঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানান, ঘটনার দিন ভোরে পুরূড়া নারাঙ্গীপাড়া গ্রামের আফাজ খাঁর পুত্র সুমন খাঁ বড়বোন লিপি আক্তারকে নিয়ে বাড়ীর অদুরে কচুরগোনা বিলে তাইজুদ্দিনের মৎস্য খামারে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যায়। এ সময় বড়বোন লিপি আক্তার তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে ডুবে মারা যায়। পরে এলাকাবাসী ওই মৎস্য খামার থেকে দুই সহোদরের মৃতদেহ উদ্ধার করে।
নিউজরুম জেলা সংবাদে

শেয়ার করুন