সিংড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

0
225
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা সিংড়া, ৭অক্টোবর:
তত্বাবধায়ক সরকারের দাবী ও কেন্দ্রিয় যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ সকল নেতাদের মুক্তির দাবীতে নাটোরের সিংড়ায় উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও কলেজ শাখার ছাত্রদলের উদ্দ্যোগে একটি বিৰোভ মিছিল বের হয় ৷ রবিবার বিকেলে উপজেলা বিএনপির কায্যর্ালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাসস্ট্যান্ড পেট্রোল পাম্প গিয়ে শেষ হয়৷ বিৰোভ মিছিল শেষে এক সংৰিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক দাউদার মাহমুদ, সাবেক ভিপি ও কলেজ শাখার সভাপতি শামিম হোসেন৷
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ওমর ফারম্নক,সাবেক জিএস আতাউন গনি পলাশ, সাবেক এজিএস খায়রম্নল বাসার তুহিন,আবু সাইদ পলাশ,পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক আঃ মোমিন, ছাত্রনেতা সাইদুর রহমান সাধু,ছাত্রনেতা সুরম্নজ্জল হোসেন,সবুজ আহমেদ,আব্দুর রশিদ,মোত্তালেব হোসেন,মহাতাব হোসেন,মুক্তার হোসেন প্রমূখ৷
সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন