রংপুর ০৭, অক্টোবর:
রংপুর রাশেদা বেগম নামে এক গৃহবধুর স্বামী ৫০ হাজার টাকা যৌ তুক না পেয়ে তার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করে৷ এতে ওই গৃহবধূ সারা শরীর ঝলসে গেছে গুরতর আহত অবস্থায় শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ তার অবস্থা আশংকা জনক বলে চিকিত্সকরা জানিয়েছেন৷
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কচাকাটা থানার বাহেগিদাল গ্রামের মোশারফ হোসেনের কন্যা রাশেদার সাথে রংপুরের মিঠাপুকুর থানার মিলনপুর ইউনিয়নের খামার মমকিমপুর গ্রামে লিয়াকত হোসেনের ছেলে ইকবার হোসেনের সাথে ৩ বছর আগে বিয়ে হয় ৷ রাশেদা বেগমের অভিযোগ করে তাকে প্রায়ই তার স্বামী ইকবার ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে৷ তার বাবা সহায় সম্বলহীন হতদরিদ্র বলে টাকা দিতে পারবেনা বলে জানালে তাকে প্রায়ই মারধর করতো ৷
শুক্রবার রাতে আবারো তার স্বামী ৫০ হাজার টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসার জন্য চাপ দেয় এতে রাশেদা রাজি না হওয়ায় তার শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় ৷ এতে তার দুই হাত সহ পৃরো শরীর ঝলসে গেছে ৷ মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মোসত্মফা কামাল জানান, তিনি বিষয়টি শুনেছেন৷ .
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ