বন বিভাগের কাছ কাটায় দিনাজপুরে মানববন্ধন

0
228
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা দিনাজপুর,৭ অক্টোবর:
দিনাজপুরের বিরল উপজেলায় বনবিভাগের ধর্মপুর বীটে গাছ কাটার নেতৃত্বদানকারী স্থানীয় যুবলীগ নেতা আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ৷ বিরল থানা পুলিশ গতরাতে উপজেলার কামদেবপুর বাজার থেকে তাকে আটক করে৷
এর আগে আলমগীরের নেতৃত্বে ধর্মপুর বীটে বন বিভাগের প্রায় সাড়ে ৪ হাজার গাছ কেটে ফেলার অভিযোগে মামলা করেছিল বন বিভাগ৷ আটক আলমগীরকে পুলিশ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়৷ এদিকে বনবিভাগের ধর্মপুর বীটের জাতীয় সম্পদ রায় বিরলে রোববার দুপুরে মানববন্ধন করেছে বিরলের সর্বসত্মরের মানুষ৷ বিরল উপজেলা পরিষদের সামনে “উপজেলা পাবলিক পলিসি ফোরাম”-এর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন৷ পরে প্রধানমন্ত্রী বরাবরে বিরল উপজেলা নির্বাহী কর্মকতর্া গোলাম রাব্বীর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়৷
স্মারকলিপিতে বন রাসহ বন উজাড়ে জড়িতদের দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবী করা হয়৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন