শপথ নিলেন সিমিন হোসেন রিমি

0
242
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা ঢাকা, ৭অক্টোবর :
গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগ প্রাথর্ী সিমিন হোসেন রিমি সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন৷ রোববার বেলা আড়াইটায় সংসদের স্পিকারের কাযর্ালয়ে স্পিকার আব্দুল হামিদ তাকে শপথ পাঠ করান৷
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, রিমির মা ও প্রেসিডিয়াম সদস্য জোহরা তাজউদ্দিন, হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, হুইপ সাগুফতা ইয়াসমিন প্রমুখ৷ বর্তমান সংসদের স্বল মেয়াদে কী ভূমিকা রাখবেন এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, যতটুকু সম্ভব তার সবটকু দিয়েই কাজ করবো৷ উলেস্নখ্য, সিমিন হোসেন রিমি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ও প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের মেয়ে এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের বড় বোন৷ সোহেল তাজ ওই আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন৷ পরে সংসদ সদস্যপদ থেকে তিনি অব্যাহতি নিলে আসনটি খালি হয়৷ গত ৩০ সেপেম্বর ওই আসনের উপনির্বাচনে রিমি জয়ী হন৷ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তার চাচা আফসারউদ্দিন খান৷ অবশ্য তিনি শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করেন৷ এলাকার ৪৩ শতাংশ ভোটার ওই উপ-নির্বাচনে ভোট দেন৷ সিমিন হোসেন রিমি পান ৬৩ হাজার ৪০১ ভোট৷ আফসারউদ্দিন খান পান ২৬ হাজার ৩৪৯ ভোট৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন