চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে আহত ৩

0
169
Print Friendly, PDF & Email

রূপসীবাংলা চাঁপাইনবাবগঞ্জ, ০৭ অক্টোবর:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তে রোববার সকালে বিএসএফ’র গুলিতে ৩ বাংলাদেশী নাগরিক আহত হয়েছে৷
আহত ব্যক্তিরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঊনিশবিঘী গ্রামের ইলিয়াস উদ্দীনের ছেলে আবু সায়েম(৩০), ফরজেন আলীর ছেলে সাইদুর রহমান (৩২) ও ইলিয়াস আলীর ছেলে সেতাবুল ইসলাম(৪৫) ৷ চাঁপাইনবাবগঞ্জ ৯ বডর্ার গার্ড বাংলাদেশ-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মনুরুল আলম জানান, সকাল ৭টার দিকে সায়েম, সাইদুর ও সেতাবুল চকপাড়া সীমানত্মের ১৮২ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে এবং ভারতীয় সীমানত্ম রৰী বাহিনীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে৷ এসময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ ১২৫ বিএসএফ ব্যাটালিনের নওদা সীমানত্ম ফাঁড়ীর জওয়ানরা তাদের ল্য করে গুলি করলে পায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় তারা ৩জন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে৷ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবি বিএসএফকে পত্র প্রেরন করলে সকালে ১৮২ নম্বর পিলারের কাছে বিজিবি ও বিএসএফ’র মধ্যে কোম্পানী কমান্ডার পযর্ায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ

শেয়ার করুন