রূপসীবাংলা রাজবাড়ী, ০৭ অক্টোবর:
রোববার দুপুরে রাজবাড়ীর পাংশায় দু’টি বিদেশী পিস্তল, ৮ রাউন্ড গুলি ও দু’টি ম্যাগজিনসহ এক শিরিব কমর্ীকে আটক করেছে পুলিশ৷
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানা পুলিশের সদস্যরা উপজেলা গোপালপুর এলাকায় আসা একটি যাত্রীবাহী বাসসে তলস্নাশী চালায়৷ এ সময় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যায় এলাকার বাসিন্দা ও শিবির কমর্ী রাজু আহম্মেদকে আটক করা হয়৷ তার কাছ থেকে আমেরিকা ও চায়নার ২টি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ