রূপসীবাংলা কুমিলস্ন,০৭ অক্টোবর :
রোবার দুপুরে কুমিলস্না সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার নামক স্থানে সিএনজি চালিত অটোরিঙ্া ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১ জন নিহত এবং ১৫জন আহত হয়েছে ৷ সংঘর্ষে ঘটনাস্থলেই রুবেল মিয়া নামক সিএনজি চালক নিহত হয়৷ নিহত রুবেল ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরের নূরুল ইসলামের পুত্র৷ আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ এরমধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক৷ জানা গেছে,কুমিলস্ন সিলেট মহাসড়কের ধরখার নামক এলাকায় দিগনত্ম পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস সঙ্গে য সিএনজি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে ৷
প্রতিবেদক, সম্পাদনা আলীরাজ/ আরিফ