রূপসীবাংলা ডেস্ক, ০৭ অক্টোবর:
যুক্তরাজ্যের বেসরকারি সংস্থা নিউ ইকোনমিকস ফাউন্ডেশন এর জরিপে বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১তম৷
মানুষের গড় আয়ু, সুখ-সমৃদ্ধি এবং উন্নয়ন কর্মকান্ডে পরিবেশগত প্রভাবসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে “হ্যাপি প্#৮৭২২;ানেট ইনডেঙ্” শীর্ষক এই তালিকা তৈরি করা হয়৷ ২০১২ সালে ১৬১টি দেশের তালিকায় ৮৯ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে আছে কোস্টারিকা৷ এর পরপরই আছে যথাক্রমে ভিয়েতনাম ও কলম্বিয়া৷ দেশ দুটির পয়েন্ট যথাক্রমে ৬৪ ও ৬০ দশমিক ৪৷ ৫৬ দশমিক ৩ পয়েন্ট নিয়ে তালিকায় ১১তম অবস্থানে আছে বাংলাদেশ৷ আর বাংলাদেশের প্রতিবেশী ভারতের অবস্থান ৩২তম, তবে সাম্প্রদায়িক সংঘাত এবং একের পর এক জঙ্গি হামলা সত্ত্বেও এগিয়ে আছে পাকিস্থান৷ তাদের অবস্থান ১৬তম৷ আফগানিস্থন আছে ১০৯তম স্থানে৷ তবে সুখের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১০৫৷ আর নিচের দিক থেকে ১৫১, ১৫০ ও ১৪৯তম দেশ যথাক্রমে বতসোয়ানা, চাদ ও কাতার৷
নিউজরুম